কবিতা- নিস্তব্ধ রাত

নিস্তব্ধ রাত
-পারমিতা চ্যাটার্জী

 

 

হেমন্তের নিস্তব্ধ রাত,
আকাশে তাকিয়ে দেখি
নীরব তারারা আমার নীরব অন্তরে।
এককোণে বসে বাজিয়ে যাচ্ছে
আমার মনের বীণার সুর।
ওরা কেমন করে জানে
আমার মনের সুর?
ওরা তো জানবেই আমারি ভুল,
ওরা যে মনের চোরাবালি খুঁড়ে
আমার অন্তরাত্মাকে দেখে যায়।
আমার মনের গোপন কোণে
নীরবতার আলো ছড়ায়।
তাই আমার তারের বীণা স্তব্ধ হলেও
নীরব বীণা বেজে যায় মনের গোপন অন্দরে।

Loading

Leave A Comment