টনক
-সঞ্জিত মণ্ডল
হাওয়া বয় টনক নড়ে কাকতাড়ুয়া ঝড়ের মুখে পড়ে
মানুষ বুঝি এমনি করেই বাঁচতে শিখে যায়
হাওয়া বইলে মানুষ মানুষ হয়।
এমনি করেই দিন চলে যায় পার্বণ আসে যায়
যে যার জায়গা খোঁজার টনক নড়ে
মানুষ আরও মূক ও বধির হয়।
প্রতিদিনই জিনিসের দাম আগুন হয়ে যায়
মানুষের দাম আরও কমতে থাকে
হতাশ মানুষ নিঃশব্দে ধোঁকে।
প্রতিবাদের ভাষায় কারা বেধড়ক মার খায়
রাত দুপুরে কারা যেন গলা টিপে ধরে
মানুষ বলে থোড়াই কেয়ার করে।
কারা যেন দুচোখ বুঁজে উসকে দেওয়া বুলি আউড়ে যায়
আদালতে পাহাড় প্রমাণ মামলা জমে যায়
মানুষ থাকে বিচার প্রতীক্ষায়।
হয়তো বিচার হবে মানুষ জানে তবুও তার দুশ্চিন্তা ভয়
দুদিন পরে শাস্তি মকুব হলে কি যে হবে
কেউ কি আছে ভরসা যোগান দেবে।
এই মানুষই সংঘবদ্ধ হয়, সংঘটিত মানুষ জয়ী হয়
কাকতাড়ুয়া ঝড়ের মুখে পড়ে
এই মানুষ ই সবার টনক নড়ায়।
দমন পীড়ন নতুন কিছু নয় ক্ষমতা দখল রাখতে সবাই করে
ভেতরে ভেতরে মানুষই হিসেব করে
পাঁচ বছরের বেশি আয়ু নয়।