জয়া কাকিমা
-কাজল দাস
কাল সারারাত একটুও ঘুম হয়নি, জানিস
কতোদিন পরে তোকে দেখলাম- অনিশ
সাদা সার্ট ডেনিম জিন্স, লাগছিল ব্যাপক।
ইচ্ছে করছিল তখনই ছুটে যাই তোর বুকে
টান মেরে খুলে ফেলি দু’হাতে- নিজেকে,
যদিও তুই ছেলেরই বন্ধু, -সে যাই হোক।
অসময়ে জোয়ার এলে আমার কি দোষ বল,
কাল সারারাত শুধু সাঁতরেছি নদী অনর্গল-
এভাবে নিজেকে দেখিনি কখনো আয়নায়,
খুব সুন্দর লাগছিল জানিস, শরীরের ক্ষত
কারো চোখ পড়েনি সেভাবে,প্রেমিকের মত
নিজেকে এভাবে আর পুষে রাখা যায় না।
আগুনের ভেতর এতো সুখ বুঝিনি কখনো,
প্রতিরাতে নিয়মের স্রোতে শুধু শরীর ভেজানো,
কিছু বোঝার আগেই হাঁটু -ডুবে যেত জলে।
তারপর লড়ে যাওয়া খাবি খেতে খেতে,
বহুদূর ভেসে যাওয়া বিষাদের স্রোতে,
উঃ কি তীব্র যন্ত্রণা,তাকে কি আর প্রেম বলে!
তোকে দেখে আমার কি জানি কি হয়,
কাল পারলে আসিস, থাকবে না জয়,
শুধু তুই আর আমি খোলা আকাশের পাখি।
এক নতুন ঠিকানায়- অন্য পরিচয়-এ
আরো একবার স্বেচ্ছায় মরবো না হয়,
আর কাকিমা নয় আমাকে জয়া বলেই ডাকিস।