কবিতা

কবিতা- সুগন্ধিত ভালোবাসা

সুগন্ধিত ভালোবাসা
-পায়েল সাহু

 

 

তার চোখ হাসে, হাসে তার চাহনি
এক অপরূপ ভালোলাগা ছুঁয়ে যায়,
ফিরিয়ে দেওয়া হাসিতে তার মন গলে কিনা জানা নেই;
তবু চোখ থাকে তার আসা যাওয়ার পথে
ইতি উতি খোঁজে পলকের আড়াল হলেই,
চাওয়া-পাওয়া নেই, স্পর্শসুখের আবদার নেই,
মধ্যবয়সী প্রেমে অনুভূত হয় ষোড়শীর লাজুক অনুভূতি।
ভালোবাসার বয়স নেই, ভালোবাসায় জাত ধর্ম নেই
ভালোবাসায় কুল-মান নেই,
আছে শুধু আড়চোখে পলকে ছুঁয়ে যাওয়া,
আছে শুধু ইলশে-গুড়ি বৃষ্টিতে ভিজে যাওয়ার ভালোলাগা,
আছে দৃশ্য সুখের এক অপূর্ব মুগ্ধতা,
আর আছে বাক চতুর দুই প্রেমীর কথা হারানোর কাহিনী,
আছে শুধু চোখে চোখে হাসি বিনিময়ে হাজার না ফুরোনো কথার নির্ঝরিণী।
এ ভালোলাগা ভালোবাসা হবে কিনা জানা নেই
ভালোবাসায় প্রেম কতখানি জানা নেই
আছে শুধু চোখের দৃশ্যমানতায় থাকার আনন্দ
আছে শুধু সে আনন্দে ভেসে যাওয়ার সুগন্ধ।
যে সুগন্ধ পবিত্র করে মন,
যে সুগন্ধে কেবল দেবতার বাস
সে সুগন্ধে ভেসে চলে মন আবার দেখা হওয়ার উজানে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page