কবিতা

কবিতা- ন্যায়বৃত্তিকে জাগিয়ে

ন্যায়বৃত্তিকে জাগিয়ে
মানিক দাক্ষিত

রাগ আসে রাগ যায়…
মাঝে মাঝে সমুদ্রের জোয়ার হয়ে
আছড়ে পড়ে জীবনের তটে।
ভীষণ দোটানা সঙ্কট।
জীবন সঙ্কট, না ধর্মসঙ্কট।
কীসের জন্য রাগ, কার জন্য রাগ –
অপরের ভালোর জন্য, না-কি
নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য !
যদিও রাগ মহাশত্রু;
তবুও তাকে মনের ভিতর
সযত্নে লালন করি,
দুধ কলা দিয়ে পুষি।
কিন্তু পোষ মানাতে পারি না।
অজান্তে কখন রাগটা কেউটে হয়ে
নিজেকেই মারে ছোবল।

দেখা যাক ন্যায়বৃত্তিকে জাগিয়ে
চিত্তের কুৎসিৎ প্রাসাদটাকে
অনুপম করা যায় কি-না !

Loading

One Comment

  • Anonymous

    আন্তরিক অশেষ ধন্যবাদ আলাপী মনের
    দুই প্রিয় অভিভাবককে।

Leave A Comment

You cannot copy content of this page