Site icon আলাপী মন

কবিতা- শুধু তোরই জন্য

শুধু তোরই জন্য
শচীদুলাল পাল

আজ আমি নিঃস্বা রিক্তা ধর্ষিতা এক রমনী,
সমাজের বিচারে পারিনি হতে তোর ঘরনি।

ছোটোবেলার প্রেমের পরিনামে হয়নি পরিণয়,
আমার দেহমনে দিয়েছিলাম তোকেই ঠাঁই।

দেহ আজ অচ্ছুৎ হৃদয় মন হয়নি অপবিত্র,
রুক্ষ শুষ্ক অবনিপরে পড়ে নাই বৃষ্টি বিন্দুমাত্র।

দেহটা কেড়ে নিয়ে গেলো এক আকস্মিক ঝড়ে
ছিন্নভিন্ন করলো শার্দূল দল রাতের অন্ধকারে।

কেটে গেছে কতশত বিনিদ্র রজনী
আজ তোর শয্যাসঙ্গিনী অন্য কোনো রমনী।

তোর আমার রয়ে গেল কিছু কথা অবলা
হলোনা দুজনার হাতে হাত রেখে পথ চলা।

মেঘলা আকাশে রিমঝিম বৃষ্টি পড়েনা।
নাতিশীতোষ্ণ মলয় বাতাসে ঘরে সুখ আসেনা।

তুই ছাড়া বিবর্ণ পৃথিবীতে কিছু ভাল্লাগেনা।
অস্তরাগে নদীজলে কারোর ছায়া পড়েনা।

আমি তোকে ভালবাসি কেন বলা হলোনা।
তোর নয়নের ভাষা কেন পড়লাম না।

বালিকা বেলায় তপ্ত দুপুরে গাছের তলায়
ঘনঘোর বর্ষায় তুই আমি এক ছাতার তলায়

শরতের কাশফুলে মেঘমুক্ত জ্যোৎস্নালোকে
তোর চোখে চোখ রেখে খুঁজেছি ম্লান আলোকে।

নিত্যনতুন সাজে সারারাত ঘুরেছি পুজা প্যান্ডেলে।
দুজনে ছুটেছি হেমন্তের সোনালী ধানের আলে।

নদীজলে যখন আমি ডুবন্ত মরনাপন্ন।
আমার উদ্ধারে করেছিস নিজ জীবন বিপন্ন।

তোর স্পর্শ ভরে আছে আজও সর্বাঙ্গ
শুধু তোর জন্য প্রতিক্ষারত আমার অঙ্গ।

হৃদয়ের কথা হৃদয়ে রয়ে গেলো আজও তুই অনন্য
অনন্তকাল আছি প্রতিক্ষায় শুধু তোরই জন্য।

Exit mobile version