নীরবতা
-রীণা চ্যাটার্জী
নীরবতা, কোনো ঝঙ্কার আছে তোমার?
আছে কোনো পরিচিত ছন্দ!
কোনো গোপন কথা বা গভীর ব্যথা?
খুব জানতে ইচ্ছে করে-
যখন তোমার আলিঙ্গনে একাত্ম হয়ে যাই
মনে হয় কি যেন বলতে চাইছো বারবার,
প্রতিবারই নতুন অথচ ক্ষীণ ফিসফিস…
ক্ষণজন্মার মতো হারিয়ে যায়,
নাগাল ছেড়ে সীমানার বাইরে…
খুঁজি, খুঁজতেই থাকি-
ভাবনায় বাসা বাঁধে অন্বেষণ।
প্রলয় মাতন শিরায়-উপশিরায়-
অসহায় উন্মত্ততার নিদাঘ নিলামে,
ভেসে আসে বিচিত্র ফিসফাস-
আকুতির আকুল মেঘলা আকাশ
ঝরিয়ে দেয় অব্যক্ত অধরা শব্দ
নীরবতার অবসানে সে যেন
এক অনন্য নীরবতা- বেদনার রঙে নীল,
আবছা ধূসরতায় হারিয়ে যায় দূরে,
অষ্ফুট শব্দেরা, শোনা হয় না-
থেকে যায় নীরবে নিবিড় আলিঙ্গনে
হিম নীরবতা… একান্তে।