কবিতা-হারিয়ে গেছে

হারিয়ে গেছে
শচীদুলাল পাল

হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত,
ধুকপুক বুকে প্রথম প্রেমে প্রেমিকার ধরা হাত।
হারিয়ে গেছে দম দেওয়া সেই কলের গান।
ইথারে ছড়িয়ে থাকা তোমার গানের প্রাণ।
টেলিগ্রাফের বার্তা ছিল টরে টক্কার কালে,
নোলোক পরে পালকি চড়ে যায়না ঘোমটার আড়ালে।
দেখিনাতো গড়গড়া আর হুঁকা, শুনিনা গুড়গুড়।
আসল মাখা সন্দেশ, লেংচা মোয়া নলেন গুড়।
হারিয়ে গেছে ঢেঁকি যত আওয়াজ ধুপুস ধুম।
ছাঁদনা তলায় ছড়া পড়া, বাসর জাগার ধুম।
হারিয়ে গেছে চড়াই পাখীর কিত্ কিত্ সেই খেলা,
ঘোমটা খানা নতুন বধুর লাজুক চক্ষু মেলা।
হারিয়ে গেছে ছন্দ মধুর যৌথ পরিবার।
মস্ত উঠোন চতুর্দিকে দালান কোঠা তার।
হারিয়ে গেছে গাঁয়ের পথে ছাউনি গরুর গাড়ী।
হারিয়ে গেছে কু-ঝিক্ ঝিক্ রেলপথে দূর পাড়ি।
হারিয়ে গেছে একতলা আজ বহুতলের জন্য,
থাকছে গাড়ী ভুমিতলে এই মুলেতেই ধন্য।
বড় বউয়ের আঁচলে আর নেইকো চাবিকাঠি,
সতীন নিয়ে ঘর করেনা হয়না জীবন মাটি।
হারিয়ে গেছে সহিষ্ণুতা আদর্শবাদী জুটি
হারিয়ে গেছে দামী চুরুট শালপাতারই চুটি।
হারিয়ে গেছে সদ ভাবনা শ্রদ্ধা কোমল মন
হারিয়ে গেছে জীবন থেকে সঠিক আপনজন।

Loading

Leave A Comment