বিচারের বাণী
– প্রদীপ শর্ম্মা সরকার
গলাগলি গাছেরা পাতার চুম্বনে অন্তরঙ্গ।
সূর্য্য লজ্জায় সবুজ ডিঙিয়ে যায়।
বাতাস বেদম শ্বাস নিয়ে বিপরীত বিহারে যায়।
রাসের দিনে গাছেরা অন্ধকার নিশ্চিত করে,
যামিনী শশীর নিম আলোয় আগমণীর পথ প্রশস্ত করে।
এ তো অত্যন্ত ঘৃণ্য তস্করবৃত্তি!
জীবনের অর্থ খুঁজতে গিয়ে কত যে অনর্থ চোখে পড়ে!
বিধির বিচারে অবৈধ কিছু থাকতে পারে না –
কীট পদদলিত হয় আভূমি অবস্থানের কারণে,
প্রণম্য পদযুগলের কি অপরাধ!
বিচারের বাণী মোটেও কাঁদে না,
নীরবে নিভৃতে অশ্রুমোচন!
সে তো দূরস্থান;
সূর্য্য, আকাশ,বাতাস,
চাঁদ,তারা,ফুল,পাতা
কেন যে পরস্পর বিরোধী আচরণ করে!