কবিতা- হাসনুহানা

হাসনুহানা

-কাজল দাস 

 

 

কিছু দুঃখ তোকে দিতে পারি,
আমার মানচিত্রে মহামারী,
ভাবনায় তোর ঘরবাড়ি-
তোকে ছুঁয়ে দিলে ভেঙে চুরে যায়।

শব্দের রঙ গায়ে মেখে
অজুহাতে নিজেকে সাজাই,
তোর নামে আকাশটা এঁকে
অনায়াসে উড়ে যেতে চাই,
মেঘেদের উত্তরসূরী
নোনা বৃষ্টিতে তোকে ছুঁতে চায়।

ভালোবাসা রঙিন অসুখে
রাত জ্বলে ঘড়ির কাঁটায়,
নিকোটিনে ধূসর চিবুকে
নিয়নের আলো নিভে যায়,
হাসনুহানার কুঁড়ি
তোর ডাকনামে ঝরে কবিতায়।

Loading

Leave A Comment