কবিতা

কবিতা- বলা হলো না

বলা হলো না
– শচীদুলাল পাল

সেদিনের তোমার বালিকা বেলা
কত গান হাসি খেলা।
কেটেছে কৈশোর যৌবন কাল
কত বসন্তের দীর্ঘকাল।
অন্তরে তোমার আমার আশা
ভালোলাগা থেকে ভালোবাসা।
হৃদয় মথিত হয়েছে পল পল
হৃদয় মনে স্মৃতি সচল।
আনন্দ উচ্ছাসের পল দন্ড
হঠাৎ ঝড়ে হলো লণ্ডভন্ড।
তোমার গৃহাঙ্গনে নহবতের সুরধারা
আমার নয়নে সহস্র বারিধারা।
তোমার আমার অপলক দৃষ্টি।
বিধাতার বিধানে কি অনাসৃষ্টি।
তোমার আমার রয়ে গেল অবলা
হলোনা একসাথে পথ চলা।
তুমি ছাড়া আমার দিন কাটেনা।
নিস্তব্ধ রজনীতে ঘুম আসেনা
কতখানি সুখে আছি কেউ জানেনা
আমার চোখে কারোর চোখ পড়ে না।
মেঘলা আকাশে রিমঝিম বৃষ্টি পড়েনা।
মলয় বাতাসে ঘরে সুখ আসেনা
তুমি ছাড়া বিবর্ণ পৃথিবীতে কিছু ভাল্লাগেনা।
বিষন্ন দিন কাটেনা, টবে ফুল ফোটেনা।
রিমঝিম বৃষ্টিতে সুর তোলে না।
অস্তরাগে নদীজলে কারোর ছায়া পড়েনা।
আমি তোমায় ভালবাসি কেন বলা হলোনা।
তোমার নয়নের ভাষা কেন পড়লাম না।
হৃদয়ের কথা হৃদয়ে রয়ে গেল বলা হলো না।

Loading

Leave A Comment

You cannot copy content of this page