কবিতা- শিশুর সাধ

শিশুর সাধ
-শিলাবৃষ্টি

শিশু! সে তো সবার প্রিয়-
মায়ের যখের ধন,
বুকের হিরে, চোখের মাণিক,
ফুলেল্ সম মন।
নিষ্পাপ তার মুখের হাসি,
আধো আধো বোল…
চোখ দু’টি তার খুঁজে ফেরে –
কোথায় মায়ের কোল!
ছোট্ট বুকে স্বপ্ন অনেক …
কবেই হবে বড়ো!
সাবধানী মা সব সময়েই
ভাবেন তাকে জড়!
তারও যে চাই ইচ্ছে ডানা
কেউ বোঝে না তেমন,
নীল আকাশে উড়তে সে চায়
যেথায় খুশি যেমন।
ফুলের বনে গোলাপ হয়ে
ফুটে ওঠার লাগি…
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
হঠাৎ ওঠে জাগি।
ওই ঝমঝম্ বৃষ্টি এলো
নিকষ কালো মেঘে,
স্বপ্ন দেখে ছোট্ট শিশু
মায়ের কোলে জেগে।
জল ছিটিয়ে দস্যিপনা
করতে যদি পেত-
সারা গায়ে বৃষ্টিফোঁটা …
কেমন মজা হত!
স্বপ্ন দেখে ছোট্ট শিশু
ছোট্ট দু’টি চোখে।
কচি বুকে রং বেরঙের
রামধনু রং মাখে।

Loading

Leave A Comment