অসম্পূর্ণ
-রীণা চ্যাটার্জী
দৃষ্টির শেষ কোণে- আলো হারানোর বেলায়
সূর্য ডোবার পরে শপথের বৈধতার প্রশ্নে
নতুন গল্প বলে না আর জীবন।
ভাবের ঘরে ভাবনারা সিঁদ কাটে,
হাট বাজারের ডানা ছেড়ে ছড়িয়ে পড়ে,
নিখুঁত বসতের ভিত খুঁজতে।
ভেজাল ভিতে, চোরাবালির ঘুর্ণনে
ঘুমিয়ে পড়ে কতক সামগ্ৰী চিরদিনের মতো
চোরকাঁটা বুকে নিয়ে।
বাকি থাকে ফাঁকি যাওয়া বাঁকের ফাঁক,
হিমেল হাওয়ার অবাধ আনাগোনার
ফরমান জড়িয়ে।
পাঁজরের বুক চিরে হাপরের উষ্ণতার ফাঁপরে ফাটলের চোরা ফিসফাস ফেরি
হয়ে যায় অতি সহজে।
বেপরোয়া আঁধারের কোলে ইচ্ছেরা
বেসুরো সুর ধরে, ঝরে পড়ে আবিলতা
মুঠো মুঠো ভরে।
ভাবনারা অভ্যাসের ঘনঘটায় পথ চলার
পাথেয় হয়ে যায় সঙ্গোপনে অলিখিত চুক্তির চিরকুটে।
দারুন দারুন