কবিতা

কবিতা- লোভ

লোভ
সুনির্মল বসু

ওয়াচ টাওয়ার থেকে দূরে চোখ ফেলে বনভূমি ও নদী দেখছিলাম,
একজন বললেন, কাল হাতি বেরিয়েছিল,
অন্য একজন বললেন, আমি গত পরশু বাইসন দেখেছি,

ভাবলাম, এই আরণ্যভূমি তো এদেরই অভয়ারণ্য,
মানুষ এলো, হোটেল রিসোর্ট হলো,
মানুষের লোভের কাছে অরণ্য হার মানল,

আঘাত না পেলে, হাতি বাইসন আঘাত করে না,
শহুরে মানুষের ক্যামেরার ফ্লাশ লাইটে ওরা ভয় পায়,

মানুষই পৃথিবীর এলিয়েন,
মানুষের হিংসার কাছে ওরা কিছু নয়,
গোপনে অরণ্য সংহার, বন্যপ্রাণী সংহার চলছে,
কাল হাতী বেরিয়েছিল, আজ বাইসন দেখেছি,

এদের ভুবনে মানুষের এই মাতব্বরি দেখে আমার মন খারাপ হয়েছিল,

মানুষের লোভে একদিন এখানেও
ফ্ল্যাট বাড়ি উঠবে নাকি,

লোভে পাপ, পাপে মৃত্যু।

Loading

Leave A Comment

You cannot copy content of this page