হঠাৎ যদি
-সীমা চক্রবর্তী
হঠাৎ আবার স্মৃতির গলি পথে
কেমন হতো আসতে যদি ফিরে,
নোনা জলের লজ্জা ধুয়ে দিতে
নামতো বৃষ্টি ক্লান্ত শহর ঘিরে।
নতুন করে ফুটতো রাঙা পলাশ
অতর্কিতে বদলাতো সময় আবার,
আরো একবার পথ হারাতো মন
লেনা-দেনার চলতো কারবার।
ফিরতে যদি আশার উজান বেয়ে
তুমুল জোয়ারে ভাসতো ভাঙা বন্দর,
ফাগুন হাওয়া বইতো শহর জুড়ে
ভাঙনের গান ভরতো মনের অন্দর।
সত্যি কি আর ফিরবে কোনোদিন
সোনা-রোদের লাজুক দিনগুলি,
স্মৃতির খেয়ায় মাঝ-দরিয়ায় ভেসে
অমৃত ভেবে বিষাক্ত পাঁক তুলি।