Site icon আলাপী মন

কবিতা- দুঃখ যাপন

দুঃখ যাপন
পায়েল সাহু

গজদাঁতের হাসিটা বুঝি
আর ভালো লাগেনা?
বলার আগেই বুঝে যাওয়া
গল্পগুলোও সাজেনা?

কবে এতো পর হলি বাতাস
তো কই বললো না!
তোর বুকের ওমের পরশে
সূর্যও বুঝি উঠলো না।

সেই যে সেদিন ভোররাতে,
ডাকলি আমায় ইশারাতে,
চুপি চুপি তোর দীঘিতে
উষ্ণ হলাম তোর ছোঁয়াতে।

ওই যে রে তোর ঠোঁটের ছোঁয়ায়
কি যে জাদু আজও ভাবায়,
দুর্গম ভীষন সে উপত্যকায়
তীব্র প্রেম স্পর্শ কামনায়।

মনে আছে সেই রাতের কথা?
রেখে ছিলাম তোর কোলে মাথা,
কতো না জানি গল্প কথা
আদরে সোহাগে ভোলায় ব্যথা।

হারিয়ে যদি গেছিস এখন
কেনো তবে অহর্নিশ স্মৃতিচারণ
কেনোই বা তবে মনের মরন
দিবানিশি দুঃখ যাপন!

Exit mobile version