Site icon আলাপী মন

কবিতা- একটু সুখের জন্য

একটু সুখের জন্য
সুনির্মল বসু

রাত গভীরে কখনো কি আপনি উদাস ধানক্ষেতের আলপথ ধরে আকাশের চাঁদকে সাক্ষী রেখে জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে একলা হেঁটে গেছেন, যদি গিয়ে থাকেন, তাহলে নিশ্চিত থাকুন, এই বিশ্ব সংসার আপনাকে নিশ্চিত কবি বানিয়ে ছাড়বে।

আপনি তখন স্মৃতির আলপথ ধরে বহু দূর যাবেন,
ভালোবাসার মানুষজন, তাদের অমলিন ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে…

আর যদি এই পথে আপনার ভালোবাসার নারী পথ আগলে দাঁড়ায়, বলে, চিনতে পারো আমায়,
তখন আপনি ভাষা হারাবেন, ভাববেন, কে এলো!

তাঁর মুখে তখন দুর্বোধ্য মোনালিসার হাসি,
আপনি বলবেন, এলে যদি, এতো দেরি করে এলে কেন,
সে তখন হেসে উঠবে খিলখিল, বলবে, সময় না হলে, উদাসী বাতাস বয় না, সময় না হলে, নদী কখনো উতরোল বয়ে যায় না,

আপনি তখন জ্যোৎস্না সুন্দরীর সঙ্গে হাঁটতে হাঁটতে বহুদূর যাবেন, ঝরনার পাশ দিয়ে, পাহাড়ের পায়ের কাছে যেতে যেতে, কত কথা বলবেন,

অবশেষে মনে মনে বলবেন, আসল কথাটাই তো বলা হলো না, আপনার না বলা কথাগুলো অবিরল বাতাসের ঢেউয়ে ভেসে যাবে…

ভাষারা ভাষা হারাবে, আপনার না বলা বাণীগুলো
পাবলো পিকাসোর বিমূর্ত ছবি হয়ে যাবে,
হাঁটতে হাঁটতে আপনি পেরিয়ে যাবেন স্বপ্নের নদী, মোহনার মুখ পর্যন্ত আপনার যাত্রাপথ,

কবে কে মনে ব্যথা দিয়েছিল, সে কথা আপনার মনেই পড়বে না,
আপনি মনে মনে ভাববেন, এই যাত্রাপথ যেন অনন্ত যাত্রা পথ হয়,

সেই মুহূর্তে আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী প্রেমিক বলে আন্দাজ করতে পারবেন।

Exit mobile version