Site icon আলাপী মন

কবিতা- তোমার আমি

তোমার আমি
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

হয়তো আমি একটু বেশিই অভিমানী,
হয়তো আমার অনেক ত্রুটি কথা বলায়,
অনেক কথা মনের মাঝে সাজিয়ে চলি,
বলার সময় ঠিক গুছিয়ে যায় না বলা।

হয়তো আমার ভালোবাসা ভীষণ বেশি,
রঙ ও তুলির আঁচড় নেই ছিটেফোঁটা,
তোমার প্রতি যা কিছু সব নিখাদ-খাঁটি
আমার চাওয়া আবেগ যত সাদামাটা।

তোমার কাছে সব দিয়েছি উজাড় করে,
কোনকিছু আড়াল টানা নেই তো আমার
হাজার কাজের ব্যস্ততাকে ঠেলে দূরে
ইচ্ছে যে হয়- সারাদিন‌ই তোমায় দেখার।

জানি তোমার ব্যস্ত জীবন, কাজের মাঝে,
দিনের শেষে একটু যখন মিলবে সময়,
হিসাব খাতা মিলিয়ে দেখো সামনে রেখে
উঠবে ভেসে একটি ছবি চোখের পাতায়।

হাজার একটা বাহানা যতই দাও না আমায়,
মনের মাঝে থাকবো আমি সারাজীবন,
কখনও যদি আঘাত করো আমায় তুমি-
দ্বিগুণ ব্যাথায় ভরবে জানি তোমার ও মন।

তোমার আমি তোমার কাছে অগোছালো,
নাই তো তাতে জটিলতার চক্রব্যুহ,
পাপড়ি মেলে সদ্য ফোটা গোলাপ হয়ে,
বৃন্তে তোমার করবে বিরাজ আমার দেহ।

কখনও যদি বিষের ছোবল ধেয়ে আসে,
তুফানে হয় দুই জীবনের ছন্দপতন,
অশুভকে চার হাতেতে দূরে ঠেলে
নতুন বাসা তুলবো গড়ে আমরা দু’জন।

আমরা দু’জন গল্প হবো সবার মুখে,
যুগে যুগে ভালোবাসার এই যে কথা-
বলবে একে অপরকে তা পরম সুখে,
রচবে নতুন হৃদয় দানের গল্প গাথা।

Exit mobile version