Site icon আলাপী মন

কবিতা- তখন থেকে …

তখন থেকে …
-শংকর হালদার

 

 

তখন থেকে নিষ্ঠুর নখে বুকটি –
বিদীর্ণ করছি ,
অধীর চঞ্চলতায় কেবল রেখা টেনে ।

সাম্যের স্বাধীনতা ভুলে, আপন জন্মভূমি ভুলে
স্বার্থের আঙিনা রাঙিয়ে উষ্ণ বালু-ই…

তীব্র আসক্তি-
ছায়া দেখে দৈর্ঘ্য মাপি ,
স্বার্থের পরিধি ক্রমশ বাড়তে বাড়তে নিজের…

মোহ জড়ানো তীক্ষ্ণ দৃষ্টি
গিলে খায় এক এক আত্মা ।

কী দিয়েছি ! এতকাল…

স্বাধীন ভারতবর্ষ আজ অগ্নিগর্ভ…
স্বাধীনতার শিখরে ঝুলছে ফাঁসির রাজদন্ড ।

এখনও ধ্বনিত হয় কাতর প্রার্থনা –
পথ-প্রান্তরে ।

দীর্ঘ পথের গুমোট অধ্যায়-
জীবনের কোনো ইতিহাস নয় ।

Exit mobile version