বন্ধু
-রীণা চ্যাটার্জী
বন্ধু…
জ্ঞান পরিখায় শিখে নেওয়া শব্দ;
একটি শব্দের মাঝে হাজার সোপান
অর্থবহ.. অর্থহীনতার শমিত শিখায়
যেমন যে টুকু জোটে..
ভাগ্যের হাতে হাতে..
খুঁজছি, বন্ধু পাইনি তোমায়।
বন্ধু..
শুধুই পরিচয়? একসাথে পথচলা?
ধাপে ধাপে এগিয়ে যাওয়া..
সূত্রের বহমান ধর্মে- দিনের শেষে
কখনো অচেনা বা স্বার্থের খোলসে
মুখছবি চিনতে পারা? জরিপে
খুঁজেছি, বন্ধু পাইনি তোমায়।
বন্ধু..
খুঁজছি আবেগে, গভীর আবেশে
ঘ্রাণে, প্রাণে, নতুনে-পুরাণে..
হাত বাড়ানো স্বার্থের আভাসে
পাই নি খুঁজে, বিবশ আমি..
বয়ে চলা জীবনের খাঁজে খাঁজে
বন্ধু, খুঁজে চলেছি তোমায়।
বন্ধু..
খুঁজেছিলে কোনোদিন আমায়?
ভুল করে? বা ভ্রান্তিবিলাসে!
না কি ‘বন্ধু’ শুধুই কথার কথা?
যায় না পাওয়া জীবন পথে,
কেবল আকাশ কুসুম চাওয়া!
বন্ধু, খুঁজছি তবুও জীবন কিনারায়।