আশ্রয়
-শংকর হালদার
শব্দের খেলা শুধু শব্দ-ই নয় –
কারও মনের দুঃখ,কারও জীবন কাহিনি,
কারও সুখের ঠিকানা ।
চাঁদ নেই মনে হয়-
স্বপ্ন হারানো পথে তমসা’র আগমন।
মাথার উপর ছাদ নেই-
মেঘ ভাঙা বৃষ্টি আমা’কে ভাসায় ।
শিশির ভেজা মায়া মুক্ত আজ
কেবল ছায়া’র কবলে,
ছায়া মাখি আশ্রয় ভেবে।
এখানে কোনো গুরু নেই,
মন্ত্র হারিয়ে ফেলেছে তার ভারসাম্য ।
গড়ানো বেলা…
গড়িয়ে গড়িয়ে রবি মাথায় ।
ভ্রমণ শেষে দেখি একফালি চাঁদ
মায়া বিছায় আমার দেহ মন জুড়ে।
মেঠো ঘাসে মাথা রেখে তারাগুনি – ঊর্ধ্বগগনে ।
মনে পড়ে মায়ের ঘুম পাড়ানি গান
ভেসে আসে মোল্লা’র আজান
পতঙ্গের গুঞ্জন আর বাতাসের শোঁ-শোঁ ভাবনায়
আমি ভাবুক …
বিজলীর পদচারণ নেই এ -গাঁয়ে
আশ্রয় খুঁজি মেঠো গাঁ’র পথে
নির্ভেজাল জোছনার ছাউনি…
একটা ছাদ পেলে আলোয় পায়ে পায়ে
পথ হাঁটা যেত আরো …
একটা আশ্রয় পেলে…