নাটক
-সুবিনয় হালদার
রঙ্গমঞ্চে নাটক হচ্ছে পর্দা উঠছে নামছে
নাটকের পিছনে নাটক কত কী যে হয়
খালি চোখে পায়না কেউ দেখতে ,
চরিত্র গুলো আসে-যায় আলো ছায়া পথে
বাস্তব আর অবাস্তবের গোলক-ধাঁধা বিষবৃক্ষ ক্ষতে !
এক-পা দু-পা করে মিথ্যার সিঁড়ি বেয়ে
মুখোশ পড়ে চরিত্র ঢেকেছে চরিত্রে !
কেউ কাঁদে কেউ হাসে সংসার যায় বয়ে- ;
মায়ামোহ প্রেম বিরহ বিবেকের কণ্ঠ রুদ্ধ
জীর্ণবস্ত্রে ভিক্ষা হস্তে সুর হারা সুরাবি দৃশ্যে !
মানব দানব সব এক মাঠে পেট ভরে
ভুক্তভোগী ভুগেই চলে ভোগী করে ভোগ
এমনই ভাবে চলছে অঙ্ক দিন রাত ভোর ;
নাটক শেষে তবু মনে হয় নিত্য নাটের হাটে
হচ্ছে নাটক সর্ব সময় যথারীতি পথেঘাটে !