কবিতা- সহজিয়া

সহজিয়া
-সুমিত মোদক

 

 

জোয়ার আসবে প্রথম ভোরে …

জোয়ার আসবে অজয় নদে ;
জোয়ার আসবে বাউল সুরে
কেন্দুলিয়ায় ;

একটু একটু করে ভরে উঠছে গোঁসাই-আখড়া
হৃদয় ;
সেই কবে পথে নেমেছি মনে নেই ;
মনে নেই ব্যর্থ প্রেমের দিনটি ;
কেবল জেগে থাকে কন্ঠিবদলের রাত
বনজ্যোৎস্না ;

কবি জয়দেব একের পর এক
চরণ সৃষ্টি করে ;
আর বৃষ্টি হয়ে ঝরে পড়ে পদ্মাবতীর বুকের গভীরে ,
আরেক পরকীয়া প্রেমের গভীরে ;

কোনও সময় বদলায়নি ;
বদলায়নি কাল …
সে কারণেই সুর ভাসে বাতাসে বাতাসে ;
বেঁচে থাকে কাব্য ও কবি ;

লাল মাটির দেশ ,
হলুদ সরষে ফুলের দেশ জেগে উঠে ;
জেগে থাকে ;
জন্ম নেয় সুর , সপ্তসুর ;

নদীর এপার থেকে ওপারে হেঁটে যাই ;
ওপার থেকে এপারে …
খুঁজে চলি নিজেকে ;
খুঁজে চলি সংক্রান্তি সকল ;

বাউল আসে , বাউল যায় ,
থেকে যায় সহজিয়া এক পরম্পরা ।

Loading

Leave A Comment