কবিতা- সেইসব মহার্ঘ বৃক্ষগুলো

সেইসব মহার্ঘ বৃক্ষগুলো
-সুনির্মল বসু

 

 

ভালোবাসার কাঙাল লোকটা সংসারে ভালোবাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল,
প্রাচুর্যের পৃথিবীতে ভালোবাসার এত অভাব দেখে লোকটা একসময় হতাশ হয়ে পড়ে,
এত স্বার্থপরতা মানুষের মাথায় চেপে বসলে
অসহায় মানুষ কার কাছে এসে দাঁড়াবে,

লোকটা একদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করল,
আমাকে ভালবাসার পৃথিবী ফিরিয়ে দাও,
আমাকে বিশ্বাসের পৃথিবী ফিরিয়ে দাও,

তখন কি আশ্চর্য,
ঈশ্বর লোকটার চোখের সামনে ভালবাসার পৃথিবী তুলে ধরলেন,

দেখালেন,
পৃথিবীটা এখনো মরুভূমি হয়ে যায়নি,

চারদিকে কত শীতল হাওয়া, কত ছায়া প্রদানকারী বৃক্ষ, মনে হয়, এই গাছের ছায়ায় বসে পৃথিবীতে আসার মানেটা খুঁজে নিই,
মরুভূমিতে মরুদ্যানের মতো এখনো কিছু মহার্ঘ বৃক্ষ রয়েছে, মানুষ মানুষের পাশে রয়েছে,

ভালোবাসার কাঙাল লোকটা এখন বেজায় খুশি,
আমাদের পৃথিবীটা এখনো মরুভূমি হয়ে যায়নি,
আমাদের পৃথিবীটা এই সমস্ত ছায়াময় বৃক্ষের জন্য
আজও বাসযোগ্য হয়ে রয়েছে।

অলৌকিক অন্ধকারে দাঁড়িয়ে লোকটা সেই দিন
জীবনের আশ্চর্য আলো, বেঁচে থাকার মহার্ঘ ঠিকানা আবিষ্কার করতে পেরে
প্রাণের খুশিতে এই পৃথিবীতে দীর্ঘজীবন বেঁচে থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিল।

Loading

Leave A Comment