Site icon আলাপী মন

কবিতা- আমার সরস্বতী

আমার সরস্বতী
-সুমিত মোদক

 

 

নদীটির নাম সরস্বতী ;
মেয়েটির নামও …

নদীটির নাম শুনেছি , মেয়েটির নামও …

নদীটি এখন মাটির নিচে , পুঁথির বুক জুড়ে ;
সভ্যতার পরম্পরায় শাস্ত্র কথা মুড়ে ;

মেয়েটি কোথায় কেউ জানে না !
সরস্বতীর রূপ কেউ চেনে না !

কেবল জাগে মিথ ;
আর্য মন্ত্র উচ্চারণে ভক্তি আসে প্রাণে …
আদর্শ গড়ে ভীত ;

যদি কোনও দিন মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায়
তাকে জিজ্ঞাসা করবো –
কখনও তুমি ছুঁয়ে দেখেছো আকাশের কালপুরুষ !

আর নদীটির সঙ্গে দেখা হলে বলবো –
ইচ্ছা আছে কি আগের মতো প্রবাহিত হতে ,
সূর্য-স্নান করতে !

এখন আমার বসন্ত পঞ্চমী ;
এখন আমার মাথার উপর মহাকাশ ,
দক্ষিণের বাতাস ;
তবুও , অঞ্জলির ফুল দু হাতে …

প্রতিটি ঘরে আমার সরস্বতী ;
প্রতিটি হৃদয়ে আমার হৃদয়-নদী ;

সে কারণে প্রতি মুহূর্তে তোমাদের প্রণাম করি ।

Exit mobile version