কবিতা- কাছে-দূরে

কাছে-দূরে
-সুবিনয় হালদার

 

 

আসছে ছুটে আমার কাছে
আমি’ও সময়ের স্রোতে নিঃসঙ্গ নীরবে
এক-পা দু-পা ফেলে মায়াবন্ধন সেতু
পার হয়ে এগিয়ে চলি তার নিকটে — !
সময় তো নেই বিশেষ আর হাতে ;
অসহায় লাগে—
চারিধার পথ অন্ধকার আঁকাবাঁকা…
যেতেই হবে জানি — সব ছেড়ে–
আত্ম-অহং জমা করা খনি
ত্যাগ করে মানি !
তবু লাগে ভয় সংশয় ..
চিত্ত ব্যাকুল মনে কেন ভাবি ?
আমার তো কিছুই নয়, কেহ নয়…
যা ছিলো আজি ভালোবাসি –
রেখে যেতে হবে !
তোমাদের থেকে দূরে – বহুদূরে —
অজানা সেই দেশে,
স্থির – নিশ্চিত ছিলো লেখা —
এখানে আসার মুহূর্তে !!

Loading

Leave A Comment