Site icon আলাপী মন

কবিতা- শমন

শমন
-শংকর হালদার

 

 

‘ও’ আসে আর যায়
বেদনায় ভেঙে দিয়ে বুক ,
কর্মের বন্ধনে শূরবীরও
বদ্ধ থাকে বন্ধনের মাপকাঠিতে ।

স্নেহ-মায়া-মমতা নেই
ভেদাভেদ নেই ওর চোখে,
শুষ্কমরু ,সরসভূমি
তার অবাধ শাসনে কাঁপে ।

আবাল-বৃদ্ধ-বণিতা সব-ই
কালের কবলে পায় ডাক ,
ভুলেও হয়’না ভ্রম কভুও
আগে পরে নিয়তির হাত ।

সীমানা ছাড়িয়ে তাঁরই বিচরণ
অস্ত্রের মাদকতা ক্ষমতাই তুচ্ছ,
মিথ্যে দম্ভ অহংবোধ
পলকেই ঘটে শেষ দৃশ্য ।

অর্থ-প্রাচুর্য পোশাকি বাহার
ক্ষণিকে ঢেকে যায় তমসায়,
মিথ্যে পাঞ্জাখেলি সংসারে
শমন কখন কার দ্বারে !

পরাজিত রক্তে- মাসে নর
গন্ধর্ব-যক্ষ-কীট-কিন্নর ,
দেব-দৈত্য-রথি-মহারথি
মধুময় পৃথিবীর এই ধুলিতে ।

Exit mobile version