কবিতা

কবিতা- দূরত্ব

দূরত্ব
– সীমা চক্রবর্তী

 

 

ফেরার ইচ্ছে থাকলেও ফেরাটা আর হয়ে ওঠেনি
দিন দিন দূরত্ব বেড়ে গেছে,
যদিও দূরত্বের পরিমাপ করা হয়নি কখনো
পার্থক্যটা চরম,
বাস্তব আর কল্পনার মধ্যে ক্রুশবিদ্ধ হয়ে আছে,
দেখা দেওয়া এক চুল-চেরা ফাটল
একদিন দুই মেরুকে ছুঁয়ে দিল,
বিহ্বল প্রাণ পাবেনা জেনেই
চাইনি কিছু নিটোল!
জোড়াতালি দিতে গিয়ে সব আরও এলোমেলো অগছালো।
এক অদৃশ্য পাঁচিল যেন দুজনের মাঝে,
চাপা পড়েছে তাতে কত স্মৃতি কত সখ আহ্লাদ,
সে পাষাণ নির্বিকারে দাঁড়িয়ে…অদয় জল্লাদ।

কিছুই তো ফেরে না কখনো …
যারা যায় তারা কেউই ফেরে না
শুধু জলের দাগ শূন্য চরে ছাপ রেখে যায়,
তামাদি ঘ্রাণ আমাদের দূরত্ব বাড়ায়…
বয়স বাড়ে, দু’টো মনের মাঝে দূরত্ব তারও বেশি বাড়ে….
বাড়ে পাঁচিলের ঘনত্ব,
ক্রমশ আঁধার ঘনায় এ পারে
হয়তো বা ওপারেও….
তবু আর হয় না ফেরা,
ভুলে যায় কোনো একদিন ভালোবেসেছিল তারা…
কত অঙ্গীকার, কত প্রতিশ্রুতি,
কত রক্তক্ষরণ আর দীর্ঘশ্বাসে লেখা হয় এক জন্মের আহুতি।

Loading

Leave A Comment

You cannot copy content of this page