Site icon আলাপী মন

কবিতা- বাঁধন

বাঁধন
–প্রদীপ শর্ম্মা সরকার

 

 

আকাশে বাতাসে একটা আঠালো নির্যাস, বেঁধে রাখার মন্ত্র;
একটা কুসুম উত্তাপ ঘিরে আছে না চেনা সম্পর্কের খুঁটিগুলোকে–
গোধূলির আনচান আকর্ষণও হার মেনে ফিরে গেছে–

বিণি সুতোর বাঁধন শুনেছি অটুট হয়,
শুনতে সুতো, আসলে মুখ্য রক্তবাহী শিরা
হৃদয় উৎসে জন্ম নিয়ে মস্তিষ্ক পরিক্রমা করে;
আরোহন ও অবরোহনে প্রয়োজন হ’লে
বিবাদী স্বরকেও ছুঁয়ে যায় পরম আশ্লেষে।

Exit mobile version