মৃণ্ময়ী
-সুবিনয় হালদার
ওই যে ওই মেয়েটা
সবাই ডাকে সরস্বতী আবার আসিস- ,
সবার কথা সবার ব্যথা একলা নিলে উজানস্রোতে শান্ত মনে ;
শুধু তার ভাষাটা বুঝলো-না শোন-
বাক-স্বাধীনতা বিসর্জনে !
হিংসা মনে বিদ্যা কিনে হচ্ছে বিদ্যাপতি
সমাজ যাচ্ছে রসাতলে বেসামাল হংস তরী ;
চিন্ময়ীদের চোখেরজলে নিশ্চুপ মৃণ্ময়ী,
চিত্রকলার চকচকে রুচি
শিকড়হীন বাস্তুহারা মূর্তি।