Site icon আলাপী মন

কবিতা- রচিত জীবন

রচিত জীবন
-শংকর হালদার

 

 

চাক্ষুস করিনি ভগবান
সৃজনের শুদ্ধ পাতায় মন
মুগ্ধতার এক গা জোচ্ছনা
দেবতা মনে হয়।

রামধনুর আলপনা আর
নীল পাড় মেঘ,
আদর জমায় সবুজ পাতা
প্রেম নেই ঝরা ফুলে।

জোনাকির খেলাঘর নিশীথ অরণ্য
শান্তির নীড় খোঁজে গৃহহীন,
টলটলে বেদনা ভুলে-
ছবি আঁকে সবুজ ঘাস।

শান্ত নিবিড় বন
বৃক্ষের ভালোবাসা অগাধ
এখানে জনতার কালশিটে ঘুম নেই
ঈশ্বর খেলা করে অন্তরে অন্তরে।

চঞ্চুতে পক্ষীর প্রাণ
ঘুম আনে কুড়ানো খাবার
বরাদ্দ জীবন তাঁরই হাতে
নিত্য আনাগোনা আপন খেয়ালে।

খেলতে খেলতে খেলা শেষ
মোহিত জগৎ ছেড়ে, এপার থেকে ওপার …
গেয়ে ওঠে এক ঝাঁক বাউল …
আমার জীবনের গান।

গ্রামের গেঁয়ো রুপ
অবিকল মায়ের মতো
আমার জন্মভূমি আমায় ডাকে ।

শিকড় নিয়েছে বংশপরম্পরা
আমিও তাই …
বিনিসুতোয় জীবন রচনা করি
জন্মভূমির বুকে।

Exit mobile version