মধ্যবিত্ত মশারি এবং কৃপণ মেঘ
-অসীম দাস
টুকরো টুকরো শব্দদৃশ্য ভাবনার ভরসা রঙে
সাজিয়ে সাজিয়ে ট্র্যাপিজের বার টপকে টপকে
কবিতা কোলাজ কূলের এক পশলা আগেই
মহা মাকড়সার জালে জড়িয়ে পড়েছি
সাপ আসে ব্যাঙ আসে কিছু পাঠকও আসে
ধরে থাকে বৃষ্টির ছাতা…
দেশে দেশে কবিতার মন্তাজ ভাসানোর মনোবাঞ্ছা জেনে
কক্সবাজারে সন্ধ্যা নেমেছে
ভাসানের পিছু পিছু এসে কুঁড়েমির দিনগুলো
ছোঁ মেরে শুষে নেয় আস্ত বঙ্গোপসাগর
আমার চারিদিকে মধ্যবিত্ত মশারি যেখানে আমি জন্মেছিলাম
তখনও সাপ ব্যাঙ এবং কিছু পাঠক
বৃষ্টির ছাতা নিয়ে আমারই অপেক্ষায়।