কবিতা- পথশিশুর পাঁচকাহন

পথশিশুর পাঁচকাহন
– শিলাবৃষ্টি

 

 

পথেই জন্ম, পথেই জীবন,পথই ঘরবাড়ি ;
শিক্ষা- দীক্ষা সভ্যতার সাথে ওদের আড়ি।
আজ খেতে পায়, কাল কী হবে!পরশু অনিশ্চিত!
কিলবিল করে পথের দু’পাশে গ্রীষ্ম কিংবা শীত।
ছেঁড়া জামা জুতো, চুলে নেই তেল.. দেখো ওই শিশুটাকে!
ভিক্ষা চাইতে শিখেছে নতুন, ধরে পথে যাকে তাকে।
একদল ছেলে ডাস্টবিন ঘেঁটে নির্বাহ করে ক্ষুধা ;
নেই রোগ ভোগ,সয়ে গেছে সব! উচ্ছিষ্টই সুধা।
সুন্দরী মিনা ভাগ্যের দোষে ফুটপাথে বড় হয় ;
পালিয়েছে মাতা সদ্যোজাতকে ফেলে সমাজের ভয়ে।
‘কাগজকুড়ানি’ নাম পাবে শেষে পরিচয়হীন বালা!
শৈশব থেকে ‘নষ্ট’ হবে সে, মেটাতে ক্ষুধার জ্বালা।।

Loading

Leave A Comment