Site icon আলাপী মন

কবিতা- বিপরীতে…

বিপরীতে…
-শুক্রাচার্য্য শাস্ত্রী

 

 

বিক্ষিপ্ত সংঘর্ষে লব্ধ রাশি
চঞ্চল চিত্তে শব্দের হাসি…
অস্তিত্বের অভিমান থাকে
নানা শব্দে ভিন্নতা আঁকে…
অসংখ্য প্রতিশ্রুতি মিলেমিশে
সময় দায় নিয়েছে মধু-বিষে…
এই রঙ্গ বঙ্গ প্রেমের উপাখ্যান
প্রগতির পতন পরিণতির উত্থান…
সত্য-মিথ্যা রঙিন সাজে বসে
জীবন স্থায়িত্বের হিসেব কষে…
মুখোশের আড়ালে দুই আমি
সঙ্গতি রক্ষা তীক্ষ্ণ পাগলামি…
আদেশের আড়ালে লুকানো জল্পনা
ভোগের পর মুখ বিবেকের আলপনা…

অবাধ নিরপেক্ষ অজ্ঞ আলাপন
জানে না নিশ্চিহ্ন হয় কখন…
খামখেয়ালি ইচ্ছে শিশু বিষাদে
অন্তর আড়ালে নিয়তি কাঁদে…
ধন লুটিয়ে পড়ে সন্ধ্যার পিশাচে
দিনান্তের ভিক্ষা হেথা প্রাণ বাঁচে…
অন্ধকারে নিভে যায় অজানা প্রিয়জন
মন ভাঙার ঘরে মন জুড়ে আপনজন…
স্বেচ্ছা তবু ছাড়ে না পোড়া মনের দাবি
ইচ্ছে গুলো বাঁচার স্বপ্নে খাচ্ছে খাবি।।

Exit mobile version