ভালোবাসি
-সঞ্জিত মন্ডল
তুমি কি জেনেছ আমার পৃথিবী তুমি,
মন প্রাণ দিয়ে হৃদয় তোমাকে চায়,
তুমি যে আমার মুক্তির লীলাভূমি
তুমিই আমার বন্ধ মনের মলয় দখিনা বায়।
তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছি তাই,
ঝর্ণার গান তোমাতে শুনতে পাই।
আমার এ বুকে তোমারই তো বসবাস
না পাওয়ার ব্যাথা জানো কবে থেকে ঝরায় দীর্ঘশ্বাস।
জানি না কেন যে কাছে এসে তবু ধরা নাহি দিতে চাও,
ভালোবেসে যাব জনমে জনমে কাছে এসে ধরা দাও।
এ দেহে যে কটি শিরা উপশিরা আছে,
তোমার প্রবল আলিঙ্গনেতে সে সবে রক্ত নাচে।
যে মায়া জড়ানো তোমার হৃদয়ে আছে
রক্তে নাচন ব্যথা উপশম মাধুরি তোমারই সাজে।
আশা করে তাই বসে থাকি এক শান্ত নদীর কাছে,
মন ভাসি হয় কুহু তান শুনে মলয় পবনে সাঁঝে।
বেলা পড়ে আসে আলো নিভু নিভু রবি ছুটি নেয় কাজে,
চমকিয়ে শুনি পরাণে তোমার নূপুরের ধ্বনি বাজে।
মনের খাতাটি খুলে বসে যাই আর সব কাজ ফেলে,
আকুল আহ্বানে ডেকে যাই কতো তুমি দেখা দেবে বলে।
তোমাকে ছাড়া যে বাঁচতে পারিনা একবার শুনে যাও,
গদ্যে পদ্যে ছন্দে গীতিতে কবিতায় ধরা দাও।
কবির অন্তরে হে কবিতা এসে দেখা দাও বার বার,
সরস্বতীর কৃপা লাভ করি জনমে মরণে প্রতি বার।
আন্তরিক ভালোবাসা আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মনের প্রিয় বন্ধুদের। ভালোবেসে আমার ভালোবাসা কবিতা কে অনেক মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।