কবিতা- তর্জনীতে রঙ

তর্জনীতে রঙ
-সুবিনয় হালদার

 

 

আবীর মাখা রঙের খেলা
পাল্লা-দিয়ে আসছে দ্রুত কাছে,
ফল্গু হাওয়ায় চৈতী সুখের ষষ্ঠী বোশেখে!
গলদঘর্ম কালবৈশাখীর ঝড়তুফানের সাথে;
সিঁদুরমেঘে আম তেঁতুলে কাঁঠাল লিচুর-
মধুর ঘ্রাণে আনন্দে মেতে।

দুরুদুরু বুকে হাজার চিন্তা উঁকি মেরে বলে-
এই সময়ে আদৌ কী আর রঙ মাখা যাবে?
ঘরে বসে জাবরকাটা ঝিমুনি আফসোস;
ক্রোধের ওপর ধামাচাপা পরচর্চা পরনিন্দা,
বীরত্ব তর্কবিতর্ক চা-দোকানে রকে!
নাকি আঘ্রাণেই পেট ভর্তি হবে?
কর্মনাশা অর্থাভাবে দ্রব্যমূল্য গনগনে উত্তাপ,
টিভির পর্দায় খবরেরকাগজ মঞ্চে মঞ্চে গেয়ে হেঁকে-
প্রতিবারের মতোই ভুল বুঝিয়ে যাবে!

মিথ্যে কথা মিথ্যা আশ্বাস
সত্য-মনে করে বিশ্বাস,
অনিচ্ছাতে তর্জনীতে রঙ মাখিয়ে তোলে!
চোখের-জলে পেটের ক্ষিদে;
মনের জ্বালা ক্ষতস্থানে প্রলেপ দেওয়া-
মৌন মুখে ভাষা খোঁজা,
বছর বছর আপসোষেতে মরে!

Loading

Leave A Comment