কবিতা- ঋণী

ঋণী
-শংকর হালদার

 

 

সৃজন তব- মোর দেহমন
বিবেক-বুদ্ধি- জ্ঞান,
সৃজন তব- এই চরাচর
সিদ্ধি হতে ধ্যান।

অঞ্জলি মোর- তোমারই দান
আপন ভেবে হারা,
রূপ-রস-গন্ধ-সবই
আপন ভেবে সারা।

মালিক সেজে বড়াই করি
অকিঞ্চন এক দানি,
তুমি-ই বিধি, তুমি-ই নিধি
তব নিকট ঋণী ।

Loading

Leave A Comment