মন বলেছে
– শ্রী শুক্রাচার্য্য
নির্লজ্জ বসন্ত মোহিনীর বেশে
ফাগুনে আগুন ধরিয়ে যায়…
রাঢ় আদিমতা রুক্ষ পাথরের জলে
মগ্ন থাকে কোনো প্রাচীন ভাষায়…
পলাশের ফুল ভালোবাসায় মাথা নত করে,
জন্ম জন্মান্তর প্রেম নিবেদনে…
কৃষ্ণচূড়ায় আকাশ জমানো একান্ত
নিঃশব্দের প্রকাশ বাতাসের মনে মনে…
তুমি এসেছিলে বসন্ত হৃদয়ে চলে গেছ
আমার চোখের শ্রাবনে ভিজে…
তাই ভালোবেসে ফেলে ভাবছে মন,
নিথর অরণ্যে বসে উদাসীনতায় কী যে…
যা পেয়েছি যতটুকু সব-ই প্রাপ্তিতে বন্দী তাই,
মলিনতা মুছে দেয় তোমার স্মৃতি…
এ বসন্তের রঙে আজি সাজিয়েছি তোমায়,
ছন্দের যত ইচ্ছে কবিতায় ইতি…