কবিতা- পরমেশ্বর

পরমেশ্বর
– সঞ্জিত মণ্ডল

 

 

পঞ্চভূতের পরীক্ষাতে শরীর বিলীন হয়
আত্মা অবিনশ্বরের কথা শাস্ত্রে বলা হয়।
ক্ষিতি অপ তেজ মরুত ব্যোম এই পঞ্চভূতে ক্ষয়
পরমেশ্বরের উপলব্ধিও পঞ্চ ভূতেই রয়।
ভ-তে ভূমি, গ-তে গগন, ব-তে বায়ু বয়
আ-তে আগুন, ন-তে নীর, পঞ্চভূতেই লয়।
জন্ম মৃত্যু বিবাহ বলা কারোর সাধ্য নয়
কখন কোথায় কার সাথে হয় সাথীর পরিচয়।
জন্ম দিলেন তিনি পিতা গর্ভ দিলেন মায়
মাতৃভাষা দিলেন মাতা জাতির পরিচয়।
এক অক্ষরে মা ডাকি দু’ অক্ষরে পিতা
নীতি জ্ঞানে পূজ্য তারাই ভবের ঈশ্বর ত্রাতা।
পরমেশ্বর জ্ঞানে পূজি মা আর বাবাকে
অতীন্দ্রিয় অনুভব থাকুক না শাস্ত্রে।।
শাস্ত্রবাক্য,
ভূমে গরীয়সী মাতা, স্বর্গাৎ উচ্চতর পিতা
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।

Loading

One thought on “কবিতা- পরমেশ্বর

  1. ভীষণ ভালো লাগলো প্রিয় বন্ধু, আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই, প্রিয় আলাপী মন সাহিত্য পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন

Leave A Comment