Site icon আলাপী মন

কবিতা- রক্তের ঘ্রাণ

রক্তের ঘ্রাণ

কাজল দাস 

 

যত ভাবি ভুলে যাবো সব
এই শহর, রাস্তা জুড়ে মোমবাতি উৎসব,
এই মহা মিছিল, পথ ঘাট,
রক্তের ছিটে এসে ভরে যায় শার্ট
কলারে পড়ে টান, কানে আসে কলরব
কি করে ভুলে যাই এতো সহজেই সব।

যত ভাবি এড়িয়ে চলে যাই
থুতু এসে পড়ে পায়ের পাতায়, অযথাই
আমি ডুবে যাই আবেগের রঙে
ক্ষুধার্ত মানুষের ছেঁড়া পরিধানে-
কিভাবে সযত্নে মুখ লুকাই,
শোভিত উদ্যানে কি করে পা বাড়াই।

যত ভাবি আমার কি আসে যায়
ওরা প্রতিদিন রাস্তায় খায়,সেখানে ঘুমায়
হকের ভাতে জমে পিশাচের ছাই
এ আমার শহর- বলতে লজ্জা নাই,
দিনে দিনে বেড়ে যায় মানুষের দায়
আন্দোলনের ঘ্রাণ আসে, ঘরে পুনরায়।

Exit mobile version