Site icon আলাপী মন

কবিতা- কালপুরুষ এবং ভিসা পুলিশ

কালপুরুষ এবং ভিসা পুলিশ
– অসীম দাস

 

এখানেই যদি শেষ হয় গন্তব্য
জব্দ হবে কালপুরুষের অহঙ্কারী পা
যতটুকু জমিয়েছি উর্বর পরিধি পরাগ
সবটুকু বিলিয়ে দেব অসফল কুঁড়ির ব-দ্বীপে।

অপুষ্ট ভাবনার গোপন গর্ভপাতে জন্ম নেওয়া
অপটু কবিতার অভিশাপ থেকে মুক্তি পাব ভেবে
আনন্দে আর একটা শেষ কবিতার জন্মপথে
আটকা পড়ে গেছি।

স্বেচ্ছায় বেছে নেওয়া গন্তব্যের সময়সীমা ফুরিয়ে আসছে
অথচ ক্ষয়িষ্ণু সেঁটে যাচ্ছি আশ্চর্য অক্ষর নেশায়
ভিসা পুলিশ আমাকে খুঁজছে,

আমার গন্তব্যের সরাইখানার কোনো স্থায়ী গন্তব্য নেই।

Exit mobile version