Site icon আলাপী মন

কবিতা- তুমি শুনছো !

তুমি শুনছো !
-শ্রী শুক্রাচার্য্য

 

 

কবিতা তোমাকে দেখিনি কখনো,
শুধু শুনেছি আমি নেই তোমার…
কবিতা তোমাকে ভাবিনি কখনো,
শুধু পেয়েছি মনের ভাবনায় আমার…
কবিতা তোমাকে অভিমানে ডুবতে দেখি,
প্রকাশের কন্ঠ থাকে অজানা…
তোমাকে মরতে দেখেছি কবিতা !
মৃত কন্ঠে তোমার শব্দ কেউ শোনে না…
কবিতা তুমি ঘুমিয়ে গেছ ?
তুমি যে প্রতিশ্রুতি দিলে ! কলমে জেগে থাকার…
কবিতা তুমি জীবন্ত ! মৃত্যু তোমার নেই।
যন্ত্রনা দিয়ে ডেকেছি তোমায়, ডাকবো আমি বারবার…
কবিতা তুমি ইন্দ্রিয় বিহীন, তবুও অনুভবে তুমি প্রবীণ…
হর্ষ-দীনে খেলা কর, কবিতা ! তুমি কবিতায় বিলীন…
কবিতা তোমাকে ক্লান্ত লাগে, ইচ্ছে তোমার অচেনা কন্ঠে…
চেনা কন্ঠে অবহেলা তুমি ! তবুও ছন্দ ছিল চোখে, মনে প্রানে জানতে…
কবিতা তোমাকে কাঁদতে দেখিনি, তবুও অশ্রু ভেজা কলমে দেখা…
তোমার কান্না নেই হাসিও নেই, বিষাদের আলমারীতে তুমি আজও একা…
কবিতা তোমায় লিখবো আমি, কেমন করে সাজাই বলো…
যখন তোমার কথা বলবো আমি, হাজার ভীড়ে সঙ্গে চলো…
কবিতা পারো না তুমি রাগ দেখাতে,জানো না তুমি ঘৃণা করা…
জীবন তোমার অল্প কথায়, মরণ থাকে গল্পে ভরা…
কবিতা তোমার লজ্জা নেই, বন্ধু তোমার নিন্দুকেরা…
পাঠক তোমায় মনের মাঝে, প্রাণ দিতে চায় শব্দে ভরা…
কবিতা তোমার ভয় লাগে না ? যদি পথের মাঝে ছন্দ হারাও !…
আমার কলমে প্রেম ছিল না, থাকলে তুমি হাত বাড়াও…

Exit mobile version