আবির
-সঞ্জিত মণ্ডল
ফাগুন এসেছে রঙিন আবির নিয়ে
রঙের মাধুরি ছড়িয়ে জগৎ জুড়ে
শিমূলে পলাশে মাধুরি ছড়ালো কে
লজ্জার লাল প্রিয়ার আবির হাসি।
আবির মাখতে মাখাতে দারুণ লাজ
অন্তর চায় কেউ তো আবির মাখাক
লজ্জায় লাল বাহিরের আবরণ
অন্তর এক পুরুষ স্পর্শ চায়।
মৌমাছি দেখো কোরকে পৌঁছে যায়
মৌটুসী এসে কোরকে ঠোঁট ডুবায়
অন্তর দিয়ে যদি কেউ ভালোবাসে
সারাটা জীবন তাকেই তো দেওয়া যায়।
কি জানি কি করে দোল পূর্ণিমা আসে
প্রতি বছরেই মনটা উদাস হয়,
প্রিয়া যদি রঙে উন্মুখ হয়ে থাকে
সারাটা শরীরে আবির মাখানো যায়।