Site icon আলাপী মন

কবিতা- খরস্রোতা, আমাকে জাগাও

খরস্রোতা, আমাকে জাগাও
– অসীম দাস

 

তোমার ফাগুন প্রতিভার এক মুঠো আগুন
আমার এঁটেল আলস্যে জ্বেলে দেবে?
আমার মজ্জা মোমে বিপত্নীক বরফ জমেছে।
অকালে কঙ্কাল এক ঝর্ণার মতো
আয়ুর আঙুলে ঝুলে আছি।

আমারই নবনী শরীর চিরে রণপায়ে হেঁটে গেছে
কতো কতো ফুটিফাটা রৌদ্রের মাঠ,
হি হি আমি তোয়াক্কা করিনি।
ভীড়ের জন্মতাপে লাইনে দাঁড়ানো ঘাম
কোথায় লুকোলো, হৈচৈ খেয়ালই রাখিনি।

বিকেল বেঞ্চে এলো ঢুলু ঢুলু দুপুরের ঘুম।

খরস্রোতা ,
সাহসী শিশির বেগে ঝিরিঝিরি আমাকে জাগাবে!

Exit mobile version