Site icon আলাপী মন

কবিতা- নীলাঞ্জনার জন্য অপেক্ষা

নীলাঞ্জনার জন্য অপেক্ষা
-সুনির্মল বসু

 

 

এই জৈষ্ঠ্যে, এই দীর্ঘ দগ্ধ দিনে কতদিন তোমাকে দেখি না, কতদিন, লক্ষ কোটি বছর পার, এবার গাছে অনেক আম এসেছে, হলুদ পাখি এসে বসছে সবুজ পাতার আড়ালে, তুমি আসোনি, কতদিন তোমাকে দেখিনি, কতদিন,

গত বর্ষায় তোমার সঙ্গে থৈ থৈ বৃষ্টিতে ভেজার স্মৃতি মনে ভাসছে , স্বপ্নে দেখছি, তোমার জরির আঁচল,
দীঘির মাঠে তোমার সঙ্গে কতবার হেঁটে গেছি,কত মাধবীলতার গন্ধ মাখানো দিন,

চৌরাস্তা পেরিয়ে ঢেউ ঢেউ কেশ দুলিয়ে তুমি এসেছিলে,কথায় কথায় কত রাত হোল,কত প্রহর জাগার বেদনা ছিল, কত কান্না ভেজা ভালোবাসার রাত নীরবে কেটে গেল,

এখন তপ্ত বাতাস, পিচ গলা রাস্তা, একবুক দীর্ঘশ্বাস নিয়ে বসে আছি, তুমি এলে না,
কবে আকাশ মেঘ শিল্প আঁকবে, কবে রিমঝিম সুরে বর্ষা আসবে, কবে কদম ফুলের রেনু বাতাসে ঝরে পড়বে, কবে আসবে তুমি,

প্রথম দেখা কবে, শ্রাবনে, না হেমন্ত দিনে,আজ আর তা মনে নেই,

সেদিন ঝিলে পদ্ম ফুল ছিল, সবুজ ধানক্ষেত ছিল, বসন্ত বাউরি পাখির গান ছিল, খালে শাপলা শালুক ছিল, সেদিন পানকৌড়ি জলে ডুব সাঁতার দিচ্ছিল,
দোলনচাঁপা বন পেরিয়ে তুমি এসেছিলে,

সেদিন নদীও উতলা ছিল, বাতাসে বাতাবি লেবু ফুলের গন্ধ ছিল, পাইনবন বাতাসে কাঁপছিল,
তোমার আঁচলে আমার জন্য ভালোবাসাও ছিল,

কী সব স্বপ্নঘেরা দিন,
এখন সময় হাঁটে একান্ত উদাসীন,
স্মৃতি কাঁদে, স্বপ্ন গুলো অপেক্ষায় কেঁদে যায়,

তোমার কাজলকালো চোখ কি ভালোবাসার শর্ত বদলায়, অপেক্ষার জন্য অপেক্ষা পথ চেয়ে থাকে,
রেল লাইন,বাস,অটো, থেমে যায়, এ্যাম্বুলেন্স সিগন্যালে দাঁড়ায়,
নীরব ভালোবাসা পথ হারায়,

কবে আকাশ মেঘ শিল্প আঁকবে, কবে বৃষ্টি আসবে, কবে ময়ূর পেখম মেলবে, কবে টুপটুপ জলের সুরেলা সঙ্গীত শুনতে পাবো,

কবে তুমি আসবে, নীলাঞ্জনা, আমি আর তোমার জন্য কত দীর্ঘ প্রহর অপেক্ষা করে থাকবো,
তুমি আমাকে বলে দাও, নীলাঞ্জনা।

Exit mobile version