লিখেই কিন্তু তোমায় দেব
–সুমিতা পয়ড়্যা
ইদানিং তোমার বদলে যাওয়া কথাগুলো আমার সঙ্গী
ভাবতে ভাবতে আমি হাজার মাইল পেরোতে পারি
কখনো হাসি, কখনো কাঁদি একার পথ চলাতে।
সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম-
ভালোবাসার মোড়কে তা অনেক দামি!
তাই ছুঁতে পারিনি কখনো কোনদিন!
এক বিরহী মন নেশায় বুঁদ হয়ে কত আঁকিবুকি আঁকলো-।
ওই সাদা ক্যানভাসটাতে!
সুপ্ত আগ্নেয়গিরিতে যদি হঠাৎ স্ফুলিঙ্গ দেখা যায়!
হৃদয় মাঝে যে শূন্যতার চাপা আর্তনাদ…
তা ফিসফিস করে বলে ওঠে-
কবিতা লেখ; কবিতা…
তাই লিখলাম একটানা।
কতশত অপেক্ষায় প্রহর গুনেছি
প্রতীক্ষার আড়ালে একলা একা পথ চলেছি
সৃজনশীলতায় মেতেছি
উন্মত্ত ঝর্ণা যেমন ফল্গু ধারায় বয়ে চলে
দুঃখ কষ্ট চাপা পড়ে থাকে উচ্ছ্বাসে
ঠিক তেমনই….
স্মৃতির অতল গভীরে স্বপ্নগুলো কেমন যেন মগ্ন হয়ে থাকে!
সে কি উন্মাদনা!
সত্য শক্তির এক নিদারুণ মনোলোভা অরূপ রতন।
ভালোবাসার প্রগলভাতে অবগাহন।
সেই অধরা অমরত্বের শিহরণে কম্পিত আমি
কবিতা লিখছি; লিখে চলেছি একটানা
সেই লেখা অভিমানীর চোখের জলের
এক চিলতে ভালোবাসার মাদকতা।
যত্ন করে রেখেছি সব লিখে…
কেন? জানতে চাও না!
কারণ, লিখেই কিন্তু তোমায় দেব।
এই আশে।