ইচ্ছে করে হারিয়ে যেতে…
-রাণা চ্যাটার্জী
পথ চলতে চলতে খুব ইচ্ছা করে হারিয়ে যেতে..,
এই মাঠ, ঘাট প্রান্তর, রাস্তা ভিড়ভাট্টা বাস ট্রেন সবকিছুর মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া
আমি’টা র হঠাৎ অন্তর্ধান ইচ্ছা….
ইচ্ছা করে এ ইঁট কাঠ পাথরের কৃত্রিম জঙ্গল থেকে মুক্ত হয়ে পৌঁছে গেছি যেন সবুজের দেশে।
কল্পনায় দেখি বিশালাকার সুউচ্চ পাহাড়,বিনম্র চিত্তে শেখাচ্ছে অহংকারী না হওয়ার মূলমন্ত্র!
বিস্তৃত নীল আকাশ বলে,যতটুকু পারো নির্মল
হয়ে ছড়িয়ে দাও উদারতা সহযোগিতার হাত…
উড়ে আসা মেঘের দল পাঠ দেয়, দুঃখ-কষ্ট অভিমান ঝরিয়ে মনের ভার লাঘব করতে!
বাড়ি ফেরা একদল পাখি ডানা ঝাপটে বলে, স্বার্থপরতায় মানসিক শান্তি আসে না, একসাথে মিলেমিশে থাকার নামই হলো জীবন।
সবুজ গাছের ডাল দোল খাইয়ে আবার ভিড় রাস্তায় সবার মাঝে পৌঁছে,
একাকিত্ব উপলব্ধি করে বলে,দূষণ মুক্ত জীবন নাই বা শহরের বুকে সম্ভব হলো চিরসবুজ থাক মন,
সংঘাত বিভাজনে নয় বাঁচুক সভ্যতা একতার মন্ত্রে।