Site icon আলাপী মন

কবিতা- প্রকৃতিও কথা বলে

প্রকৃতিও কথা বলে
-সঞ্জিত মণ্ডল

 

 

প্রকৃতির কথা শোনাতে চাই শুনবে কি বলো তবে
একবার যদি শোনাই সে কথা অতি চমকিত হবে।
জীবনে তুমি তো বাড়ি বানাবেই থাকবে আরাম করে
সেখানে গড়তে পারো ইমারত যেখানে সাপেরা খোলস ছাড়ে।
সাপ উষ্ণতা পেলে সেখানেই খোলসটা ছেড়ে যায়
স্বাস্থ্যকর ও মনোরম হবে সেথায় বাড়ি যে বানায়।
বাড়ি বানালেই শখের বাগান করবেই তুমি জানি
যে জমিতে কেঁচো মাটি তুলে রাখে সেটাই চাষের ভূমি।
সারের কাজটা কেঁচোরাই করে সারাটা বছর ধরে
বাগান করো গাছও লাগাও ফসল তুলবে ঘরে।
সবুজ খাদ্য শাক আনাজ খাও দেহটা সতেজ হবে
শরীর ও হৃদয় সুস্থ সবল মনটাও ভালো রবে।
জল পান করে তৃষ্ণা মেটাতে অশ্বকে নিয়ে যাও
নির্মল জল পথ সে দেখাবে নির্মল জলই খায়।
ঘরে শুয়ে যদি আরাম করবে একবার দেখে নাও
পোষা মেনি দেখো কোথায় শুয়েছে সেখানেই শুতে যাও।
ঘুম ভাঙা আর ঘুমিয়ে পড়াটা ঘড়িতে মেলাতে চাও
বিহঙ্গ কূলকে ভালো করে দেখে ওদের পন্থা নাও।
শৃঙ্খলা কাকে বলে সেটা তুমি পিঁপড়ের কাছে শেখো
নিজের বাসাটি নিজেই বানাতে বাবুই পাখিকে দেখো।
মাছ সাঁতরায় শরীর সুস্থ, থাকে খালে বিলে জলে
মাছ দেখে তুমি নিজে সাঁতরাও পরে নয় মাছ খেলে।
মুখ তুলে তুমি আকাশটা দেখো মন আলোকিত হবে
চাঁদ তারা রাতে মন ভালো রাখে সূর্য শক্তি দেবে।
পাহাড়ের কাছে শিক্ষা নিয়েই উঁচু করে রাখো মাথা
দেশের জন্য জীবন দিলেও লাগবে না কোনো ব্যথা।
প্রকৃতি যখন কথা বলে সেটা কান পেতে তুমি শোনো
জীবনটা হবে ছন্দ মধুর ভালোবাসা পাবে জেনো।

Exit mobile version