সব সত্যি
– শ্রী শুক্রাচার্য্য…
আদি অনুকরণে বেদান্ত শাস্ত্র
ধামা বিজ্ঞান করেছে অস্ত্র…
প্রকৃতির অনিচ্ছা হত্যা
প্রযুক্তির চিত্তাকর্ষক স্বত্ত্বা…
শ্রুতি থেকে জন্ম বিবর্তন
প্রথা খোঁজে নাড়ি কাটা মন…
বিষয় বিবিধ ব্যক্তিত্ব অহং
পূর্ণ অপূর্ণতার বোকার ঢং…
সজ্জিত কৃত্রিম অহং এর আলোয়
লজ্জিত গ্ৰাম শহরের কালোয় …
শিক্ষা সেজেছে উপার্জনী মন্ত্র
ব্যভিচারী বীজ ছড়িয়ে মিথ্যা তন্ত্র…
কালের কলি জ্ঞানের বলি
ভ্রান্তি কর্মে অসৎ পথে চলি…
সকলি চতুরতার ভক্ত প্রদর্শন
সহজ কোন উপায় লক্ষ্য ধন…
স্বার্থ সিদ্ধি তে ঈশ্বর কথা কয়
ধর্মের সুড়সুড়ি মৃত্যুর ভয়…
ভুল দিয়ে সজ্জিত ভুলের সভ্যতা
কারণে অকারণে চালাকির সততা…
ভাগ্য ভোগের পর তোমার উপহার
জন্ম বীজ পিতা-মাতা দোষ কার?…
প্রাপ্তিতে বন্দী বিশ্বাস যদি থাকে
অতিথির ভাগ্য তিথিতেই ডাকে…
গ্ৰহ তেই রয়েছো তুমি গ্ৰহ অবজ্ঞা !
শাস্ত্র অপমান নয়! জেনো ঈশ্বর আজ্ঞা…
বিষয় মিথ্যা নয়, মিথ্যা মানুষ হয়
শাস্ত্র নৈতিক শিক্ষায় শুধু পাপ ক্ষয়…
মানবে আসল আছে ,আছে নকল
অনুরূপে রত্ন প্রকৃত নয় সকল…
শয়তান ভগবান মিশে আছে শ্বাসে
তুমি প্রতারিত হলে নিয়তির পরিহাসে…
চেনা অচেনা সব সুষুম্নার চেতনা
ভাগ্য মিথ্যা তাই বলে ভেবো না…