“পাহাড়ি কন্যা”
– শ্রী শুক্রাচার্য্য…
আজি বন্ধ চোখে অন্ধকারে ডুবে গেছে
কল্পনার চাঁদ…
কোনো এক মনের কথা বুকে চেপে ছেড়ে যায় হাত…
কোন প্রশ্ন মুখে নিয়ে আজি চৈত্রের সান্ধ্য বাতাস…
নয়নের জলে এত স্রোত বিলীন হয়েছে আকাশ…
কোন অমৃতের সুধা পাহাড়ি পথে বিন্দু বিন্দু ঝরে…
সমতলে সে বিয়োগের বিরহ প্রেম বৃষ্টি হয়ে পড়ে…
হার মেনেছে আজ মন প্রকৃতির সরলতার স্মরণে…
স্বর্গের সুধা কন্ঠে নেমেছে মোর এ জীবনে মরণে…
ফুল যেন পাথরের গায়ে পাষাণী প্রাণ ছুঁয়েছে আজ…
বসন্তের বরষা দিয়ে গেছে এক সম্পর্কের
নবীন সাজ…
জনমের উপহার ইচ্ছার অঞ্জলী তোমার
আগামীর পথে…
সময় যদি ফুল ফোটার উপেক্ষা করে তবে
থাকব সাথে…
চৈত্রের সন্ধায় কথা দিয়ে গেছে এক পাহাড়ি কন্যা…
উত্তর-পূর্ব ঈশানির ঝড় সমতলে বয়ে গেছে ঝর্ণা…